দলীয় সংসদ সদস্য ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যররাও এসেছেন বর্ধিত সভায়।
Published : 10 Feb 2024, 10:19 AM
দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে দলের শৃঙ্খলা ফেরানোসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন বার্তা দিতে দলের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সভা শুরু হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় যোগ দেন পৌনে ১১টায়।
বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত হয়েছেন।
আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যররাও এসেছেন বর্ধিত সভায় ।