ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা দুই আসনে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
Published : 20 Dec 2023, 09:49 PM
ঋণখেলাপের কারণে বাতিল হওয়া দুটি আসনের প্রার্থিতা হাই কোর্ট থেকেও ফিরে পাননি বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে।
মঙ্গল ও বুধবার শুনানি শেষে লক্ষ্মীপুর-৪ ও নোয়াখালী-৪ আসনে মান্নানের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে এ বেঞ্চ।
বিকল্পধারা মহাসচিব মান্নান লক্ষ্মীপুর-৪ ও নোয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ওই দুই আসনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে পৃথক দুটি আপিল করেও সফল হননি।
পরে আপিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন। মঙ্গলবার নোয়াখালী-৪ এবং বুধবার লক্ষ্মীপুর-৪ এর রিট আবেদন সরাসরি খারিজ করে দেয় আদালত।
মান্নানের রিট আবেদনের শুনানি করেন অ্যডভোকেট মঈন ফিরোজী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যডভোকেট শেখ শফিক মাহমুদ।