৭৮ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, লিভার জটিলতায় ভুগছেন।
Published : 30 Jan 2024, 08:21 AM
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
তার ব্যক্তিগত চিকিৎসকদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ফুসফুসে জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেওয়া হয়েছে। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ অগাস্ট থেকে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। সোমবার দুপুরে মেডিকেল বোর্ডের সদস্যদের আবারও বৈঠকে বসার কথা রয়েছে। খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান হাসপাতালে শাশুড়ির কাছে রয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক দলীয় কর্মসূচিতে বলেন, “ম্যাডামের জন্য গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন উনাকে দ্রুত বিদেশে নিয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা জরুরি। মেডিকেল বোর্ড, পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে একাধিকবার সরকারের কাছে বলা হয়েছে। কিন্তু সরকার তাতে কর্ণপা্ত করছে না।”
এর আগে গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার পাঁচ দিন পর তিনি বাসায় ফিরতে পেরেছিলেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে সরকার দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদার দণ্ড স্থগিত করে। ওই বছরের ২৫ মার্চ মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)