“সরকার তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে তা বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর চাপিয়ে দেয়ার জন্য এই ধরনের হামলা চালাচ্ছে,” বলা হয়েছে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে।
Published : 17 Oct 2023, 04:32 PM
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন- দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।
গত ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কুমিল্লা শহরের করভবনের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে সামনে রেখে কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ হামলা করে। স্থায়ী কমিটি মনে করে, সরকার তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে তা বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর চাপিয়ে দেয়ার জন্য এই ধরনের হামলা চালাচ্ছে।
“স্থায়ী কমিটি এহেন হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এই বৈঠকে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মাসে দলের জাতীয় নির্বাহী কমিটির ২৪ জন নেতাকে গ্রেপ্তার, ৯৬ জন নেতাকর্মীর সাজা ও সারাদেশে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জাতীয় স্থায়ী কমিটি অবিলম্বে এ্যানিসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিও জানানো হয়।
কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের হামলা: বিচারের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
কুমিল্লায় হামলা ‘পূর্বপরিকল্পিত’, ‘চোরাগোপ্তা হামলার’ আশঙ্কা
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা