Published : 31 Jul 2022, 04:27 PM
আগের বছরের তুলনায় ২০২১ সালে ৬৪ শতাংশ আয় বেড়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির।
দলটি গত বছরের আয় দেখিয়েছে ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি ২৭ লাখ। তার মানে দলটি ২০২১ সালে ১ কোটি ৬ লাখ টাকা বা ৬৪ শতাংশ বেশি আয় করেছে।
রোববার ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে ২০২১ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন জমা দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।
রেজাউল জানান, গেল বছর তাদের দলের ব্যয় হয়েছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। তাতে এক বছরের স্থিতির পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।
এর আগে ২০২০ সালে জাপার ব্যয় ছিল ৭৬ লাখ ৪ হাজার ১২০ টাকা। উদ্বৃত্ত ছিল ৫১ লাখ ৬৮ হাজার ৭৫৭ টাকা ৫৪ পয়সা।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।
পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।