গ্রেপ্তার হওয়া বিরোধীদলীয় নেতাদের মুক্তিরও দাবি জানিয়েছে দলটি।
Published : 12 Nov 2023, 04:46 PM
রাজনৈতিক সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।
রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে পাঁচ মাস আগে নিবন্ধন পাওয়া এই দলটি।
বাংলাদেশ জাসদের সহ দপ্তর সস্পাদক সাজ্জাদ হোসেন সোহাগের সই করা বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়।
বৈঠকে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়, “রাজনৈতিক সমঝোতার জন্য ইতিবাচক ভূমিকা পালন করুন এবং সেটা না হওয়া পর্যন্ত জোর করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের রাজনৈতিক সংকটকে আরো গভীর করে তুলবেন না।“
‘দমন-গ্রেপ্তার-মামলা-হামলার’ পথ ছেড়ে আলোচনার মাধ্যমে অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে ইসিকে তাগিদ দিয়েছে বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটি।
গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদকে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসতে পারে তফসিল।
বিবৃতিতে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়েছে, “সরকারের অহমিকা, ক্ষমতালিপ্সা ও একগুঁয়েমির কারণে আজ রাজনৈতিক অচলাবস্থা ও দেশব্যাপী জনজীবনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গায়ের জোরে নির্বাচনী প্রহসন ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তির আশংকা তৈরি হয়েছে; সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়া হচ্ছে।“
গ্রেপ্তার হওয়া বিরোধীদলীয় নেতাদের মুক্তিরও দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ।
“বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করে, মামলা দিয়ে রাজনৈতিক সংকট সমাধানে আলাপ-আলোচনার পথটি সরকার বন্ধ করে দিয়েছে। আমরা এই সভা থেকে অবিলম্বে বিরোধী রাজনৈতিকদের গণগ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি।”
দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সভাপতি ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, হেমায়েতুল্লাহ হিরু, শহীদুল ইসলাম মীরণ, এটিএম মহব্বত আলী, রফিকুল ইসলাম খোকন, নুরুল আলম মন্টু, করিম সিকদার, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াবসহ আরও অনেকে বৈঠকে ছিলেন।