“উন্নয়ন দিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যায় না,” বলেন তিনি।
Published : 22 Jan 2024, 07:04 PM
দেশের ২২০ পরিবারের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
তিনি বলেছেন, পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানের ২২টি পরিবার পূর্ব পাকিস্তানের সব সম্পদ হরণ করে নিয়েছিল। সোনালি আঁশ পাট রপ্তানি করে পূর্ব পাকিস্তান বিদেশি মুদ্রা অর্জন করলেও তা ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের জন্য।
“আজকে দূঃখের সঙ্গে বলতে হয়, সেই ২২ পরিবারের পরিবর্তে বাংলাদেশে ২২০ পরিবার অলিগার্কি সৃষ্টি হয়েছে… তারা এদেশটাকে ধ্বংস করে দিয়েছে।”
সোমবার সকালে সেগুনবাগিচায় এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন মঈন খান।
উন্নয়ন দিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যায় না উল্লেখ করে তিনি বলেন, “একটা ছোট গল্প মনে পড়ছে… পাকিস্তানে একটি বিশাল বাঁধ তৈরি করা হয়েছিল …. তার নাম ছিল তার বেলা ড্যাম্প। তখন আমাদের পূর্ব পাকিস্তানে আমরা তখন ছাত্র… সেখানে ছাত্রদের মধ্যে একটি কথা, একটি স্লোগান প্রচলিত হয়েছিল যে, ‘তার বেলা সব কিছু আছে, আমার বেলা নেই’।
“অর্থাৎ পাকিস্তানের বেলা সমস্ত সম্পদ কুক্ষিগত আছে, আমাদের সম্পদ দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ তথা তখনকার পূর্ব পাকিস্তানের বেলায় আমরা কোনো কিছু পাই না। আমরা প্রতিবাদ করেছিলাম।”
মঈন খান বলেন, “আজকে যেমন এই সরকার দাবি করছে, তারা পদ্মা সেতু করছে, তারা মেট্রোরেল করছে, তারা টানেল করছে…. ঠিক সেইরকমই পাকিস্তান স্বৈরশাসনে মিলিটারি শাসনে সেইরকম ধ্যান-ধারণা ছিল… উন্নয়নে পাকিস্তানের জনগণকে ভুলিয়ে দেবে।
“সেই পাকিস্তানের আজকে ৫০ বছর পরে কী পরিণতি হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। উন্নয়ন দিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যায় না।”
মঈন খান বলেন, “গুলি, বন্দুক ও টিয়ারগ্যাস দিয়ে মানুষকে পরাভূত করা যাবে। কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। গত ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি, যা বিশ্বের সব গণমাধ্যমে বলা হয়েছে।
‘‘তবুও সরকার বুঝতে পারছে না যে, তাসের ঘরের মতো তারা কখন ধসে যাবে। অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণে পরাশক্তির মধ্যে মেরুকরণ আছে। তবে বিশ্ব স্বীকৃতি দিয়েছে, দেশে গণতন্ত্র নেই।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘নব্য বাকশালের মূলোৎপাটনে শহীদ জিয়াউ রহমানের রাষ্ট্র দর্শন’ শীর্ষক এই আলোচনা সভা হয়। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইউটাব) আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান।
ইউটাব সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একেএম মতিনূর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আতাউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শের মাহমুদ।
প্রেস ক্লাবে আলোচনা সভা
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘শহীদ জিয়া, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাব মহাসচিব আবদুস সালাম।