মঙ্গলবার কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
Published : 23 Aug 2022, 06:34 PM
প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫-এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
মঙ্গলবার কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী- আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
গাইবান্ধা-৫: ফজলে রাব্বীর আসনে নৌকার মাঝি কে?
ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর আসন শূন্য ঘোষণা
মারা গেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
১৫ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং ভোট হবে ১২ অক্টোবর।
প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার এ শূন্য আসনে ইভিএমে সব কেন্দ্রে ভোট নেওয়া হবে।
গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর দুদিন পরই তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়। জাতীয় সংসদ আইন অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।