কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
Published : 24 Jul 2022, 08:12 PM
প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে।
রোববার সংসদ সচিবালয় ডেপুটি স্পিকারের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। শনিবার থেকে (২৩ জুলাই) আসনটি শূন্য বলে তাতে জানানো হয়।
কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
গাইবান্ধা-৫ আসনের সাত বারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।
২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
দশম ও একাদশ সংসদে ডেপুটি স্পিকারের চেয়ারে ছিলেন ফজলে রাব্বী মিয়া।
সোমবার সকালে সদ্য প্রয়াত ডেপুটি স্পিকারের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছাবে।