নতুন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদের সঙ্গে জাতীয় কমিটির সবার নামও ঘোষণা করা হয়েছে।
Published : 01 Jan 2023, 09:56 PM
সম্মেলনের এক সপ্তাহ পর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটি।
নতুন কেন্দ্রীয় কমিটিতে ছয়জন নতুন এসেছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম।
উপদেষ্টা পরিষদে পুরনোদের সঙ্গে নতুন এসেছেন দুজন নারী অধ্যাপক; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক সাদেকা হালিম।
নতুন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদের সঙ্গে ২০ সদস্যের জাতীয় কমিটিও গঠন করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি পদে টানা ১০মবারের মতো শেখ হাসিনাকে এবং তৃতীয়বারের মতো ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
আওয়ামী লীগের নতুন কমিটিতে শেখ হাসিনার সঙ্গে এবারও ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে নাহিদ-রমেশ-মান্নান বাদ
সেদিনই ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৮টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচিত করা হয়।
এরপর রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৭ জন নির্বাহী সদস্যের নাম ঘোষণা করলেন।
ফলে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্যদের মধ্যে শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও একজন সদস্য ছাড়া বাকি সদস্যদের নাম চূড়ান্ত হল।
সভাপতিমণ্ডলীতে জেবুন্নেছা হকের নাম নতুন দেখা গেছে।
সভাপতিমণ্ডলী: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জেবুন্নেছা হক, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে তারানার পাশাপাশি নতুন এসেছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত, নির্মল কুমার চ্যাটার্জি, কবি তারিক সুজাত।
আগের কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে এবার সদস্য হিসেবে রাখা হয়েছে।
উপপ্রচার সম্পাদক করা হয়েছে গত কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীমকে।
কার্যনির্বাহী সদস্য: আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপঙ্কর তালুকদার, অ্যাড. আমিরুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, গোলাম কবীর রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, মোহাম্মদ সাঈদ খোকন, আজিজুস সামাদ আজাদ ডন, সাখাওয়াত হোসেন শফিক, নির্মল কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত।
উপদেষ্টা পরিষদে ৪৬ জনের মধ্যে অধ্যাপক ফারজানা ইসলাম ও অধ্যাপক সাদেকা হালিমের সঙ্গে নতুন মুখ সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেছা।
উপদেষ্টা পরিষদ: আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মশিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান সিরাজ, মহিউদ্দীন খান আলমগীর, শফিক আহমেদ, সতীশ চন্দ্র রায়, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক আ ফ ম রুহুল হক, কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অনুপম সেন, অধ্যাপক হামিদা বানু, অধ্যাপক হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, মির্জা এম এ জলিল, গোলাম মওলা নকশবন্দী, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, মোহাম্মদ জমির, প্রণব কুমার বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ মল্লিক, অধ্যাপক সাইদুর রহমান খান, গওহর রিজভী, অধ্যাপক খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, অধ্যক্ষ মতিউর রহমান, সালমান এফ রহমান, চৌধুরী খালেকুজ্জামান, ইনাম আহমেদ চৌধুরী, মোজাফফর হোসেন পল্টু, আতাউর রহমান, এ কে এম রহমত উল্লাহ, শামসুল আলম, সাহাবুদ্দিন চুপ্পু, আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট জহিরুল হক, মতিয়ার রহমান খান, হারুনুর রশিদ, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক ফারজানা ইসলাম ও মাজেদা রফিকুন্নেছা।
সম্মেলেনে ১৮ সদস্যের জাতীয় কমিটি ঘোষণা করা হলেও নতুন দুজনকে নিয়ে ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে রোববার।
জাতীয় কমিটি: আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মশিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ুন, ড. মির্জা এম এ জলিল, রমেস চন্দ সেন, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান সিরাজ, আকবর আলী মর্জি, শাহজাহান কামাল, অ্যাড. আনিসুল হক, অধ্যক্ষ মতিউর রহমান, চন্ডী চরণ পাল, মুক্তিযোদ্ধা মো. ইউনুস, হারুনুর রশিদ, জাহিদ মালিক স্বপন, মঞ্জুরুল হক লাভলু, অ্যাড. বলরাম পোদ্দার, অধ্যক্ষ জোবায়দা খাতুন পারুল, আব্দুল্লাহ আল মামুন তোফাজ্জল।