সরকারের উন্নয়ন কাজ এখনো অনেক বাকি আছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।
Published : 27 Jan 2024, 03:03 PM
স্মার্ট বাংলাদেশ গড়ার যে ইশতেহার আওয়ামী লীগ নির্বাচনের আগে প্রকাশ করেছে, সেটি এখন কেবল দলের নয়, পুরো বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছিলেন নৌ প্রতিমন্ত্রী।
দিনাজপুরের-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী ফের প্রতিমন্ত্রী হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
তিনি বলেন, “ইশতেহার বাস্তবায়ন করতে হলে স্মার্ট ও আধুনিক পদক্ষেপ আমাদের নিতে হবে। আমি নির্বাচনি প্রত্যেকটি পথসভায় তরুণ যুবকদের বলেছিলাম, আগামীর বাংলাদেশ হচ্ছে তোমাদের বাংলাদেশ। সেজন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। আমাদের নির্বাচনি ইশেতহার এখন দেশের ইশতেহার।”
শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সাজানোর প্রয়োজনীয়তার কথাও বলেন মন্ত্রী।
সরকারের উন্নয়ন কাজের এখনো অনেক বাকি আছে জানিয়ে খালিদ বলেন, “রাস্তাঘাটসহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা নিরাপদ সমাজব্যবস্থার জন্য নৌকায় ভোট দিয়েছেন। বোচাগঞ্জের সার্বিক নিরাপত্তার জন্য আমরা লড়াই করে যাব।”
তার ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার, থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল, সহকারি কমিশনার (ভুমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফর উল্লাহ, বোচাগঞ্জ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতারা এবং সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।