“সাড়ে তিন মাস পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি নানা খেলা খেলবে,” বলেন তিনি।
Published : 13 Feb 2024, 10:59 PM
ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি ‘অপকর্ম’ করতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‘ভয় পাচ্ছেন’ জানিয়ে হিন্দুদের সম্পত্তির নিরাপত্তা বিধানে পাহারা দেওয়ার অনুরোধও করেছেন তিনি।
বুধবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিনের উৎসব জন্মাষ্টমী পালনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, “সাড়ে তিন মাস পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি নানা খেলা খেলবে।
"আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই বোনরা নিরাপদে ছিল। এবার আমি ভয় পাচ্ছি যে, অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে।”
হিন্দু ধর্মাবলম্বীদের বাসা-বাড়ি, মন্দিরও মণ্ডপের নিরাপত্তা দিতে হবে জানিয়ে তিনি বলেন, "আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক আছে। আমাদের জনগণকেও সতর্ক থাকতে হবে।"
‘সময়টা খুব ভালো নয়’ জানিয়ে তিনি বলেন, “এখানে অসুরের আস্ফালন হচ্ছে৷ এখানে দুষ্টের সংখ্যা বেড়ে গেছে৷ এখানে অশান্তির হুমকি আছে।"
গতবার ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপি ‘তাণ্ডব চালিয়েছে’ অভিযোগ করে আওয়ামী লীগ নেতা বলেন, “এবার তারা ড. ইউনূসকে ইস্যু করে অশুভ খেলা খেলতে চায়।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)