তদন্তকাজ কবে শেষ হবে আর কবে নাগাদ বিএনপি কার্যালয় খুলে দেওয়া হবে, সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা কোনো তথ্য দিতে পারেননি।
Published : 30 Oct 2023, 11:29 AM
মহাসমাবেশ ঘিরে তাণ্ডবের পর থেকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা চলে যায় কঠোর পুলিশি নিরাপত্তাবলয়ে। তিন দিন বাদেও একই অবস্থা ওই এলাকার।
এখনো ‘ডু-নট ক্রস-ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে বিএনপি কার্যালয়ের তিনদিক ঘিরে রাখা হয়েছে। দুই প্রান্তে এক স্তরের পুলিশ অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। কার্যালয়ের কলাপসিবল গেইটে ঝুলছে তালা।
কার্যালয়টি বন্ধ থাকায় নেতা-কর্মীদেরও আনাগোনা নেই এই এলাকায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রপ্তার ও মামলার কারণে অধিকাংশ নেতাই আত্মগোপনে চলে গেছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিএনপির কার্যালয় এখন সিআইডির ক্রাইম সিন ইউনিটের নিয়ন্ত্রণে। এখানে তারা তদন্ত কাজ করছেন।
তদন্তকাজ কবে শেষ হবে আর কবে নাগাদ বিএনপি কার্যালয় খুলে দেওয়া হবে, সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাইট পোস্টগুলোতে নতুন করে আরো সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।
সোমবার দুপুরে টেকনিশিয়ানদের সেখানে মই দিয়ে নতুন ক্যামেরা বসাতে দেখা গেছে।
নয়া পল্টনের সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করছে। পথচারীদের কার্যালয়ের সামনে ‘ক্রাইম সিন’ বেষ্টনী ঘুরে যেতে হচ্ছে।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর গভীর রাতে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দিয়ে সিআইডি তদন্ত শুরু করে।
রোববার ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে সরজমিনে তদন্ত এসে ১১টি আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। ইউনিটের সহকারি পুলিশ সুপার জানিয়েছেন, তারা আলামতগুলো পরীক্ষা করতে কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠিয়েছেন।