এর আগে দুই মাসের বেশি সময় সেখানে চিকিৎসা নেন তিনি।
Published : 21 Jan 2024, 11:30 PM
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনকে।
রোববার রাত ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে বলে জানান তার সঙ্গে থাকা ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, ‘‘ব্রেইন হেমারেজে আক্রান্ত আব্বাকে নিয়ে আমরা রওনা হয়েছি।
‘‘এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে আব্বাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। সেখানে তার চিকিৎসার সব কিছু ঠিক করা হয়েছে।”
খন্দকার মোশাররফের সঙ্গে তার স্ত্রী বিলকিস আখতার হোসেন, দুই ছেলেসহ পরিবারের সদস্যরা একই ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছেন।
২০২৩ সালের ১৬ জুন দলীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হলে প্রথম দফায় এভারকেয়ার হাসপাতালে এবং ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেন খন্দকার মোশাররফ। দুই মাসের বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন।
এরপর আবার অসুস্থ হলে বিএনপির জ্যেষ্ঠ এ নেতাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিকে আবার রক্তক্ষরণ হয় বলে পরিবারের সদস্যরা জানান। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর এখন তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।