পরশ বলেন, ভয়-ভীতি প্রদর্শন, সন্ত্রাস, ষড়যন্ত্র এইগুলোই বিএনপির রাজনীতির অস্ত্র, রাজনৈতিক কৌশল। এর বাইরে তারা আর কোনো কৌশল জানে না। তারা আজও সেই ষড়যন্ত্র করে যাচ্ছে।
Published : 17 Aug 2023, 07:19 PM
বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী বোমা হামলার কলঙ্কজনক ঘটনার বর্ষপূর্তির দিনে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে তিনি বলেন, “হত্যার ষড়যন্ত্র এবং লাশ ফেলা তাদের (বিএনপি-জামায়াত) রাজনৈতিক কৌশল।
“লাশের রাজনীতি তারা করতে চায়, তারা মানুষ হত্যা করে সেটা আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিবে। তারা অরাজকতা সৃষ্টি করে বিদেশিদের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।”
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে যুবলীগ।
যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, “২০০৫ সালের ১৭ অগাস্ট তারা দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা করল। তারা আঘাত করল প্রেস ক্লাবে, কারণ তারা ২০০১-২০০৫ সাল পর্যন্ত যে পরিমাণ অত্যাচার, খুন, হত্যা করেছে, আওয়ামী লীগের ২৫ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, তাদের এই সকল হত্যাকাণ্ড, সাধারণ মানুষের উপর অত্যাচার, সাধারণ মানুষের আর্তনাদ যেন সংবাদ মাধ্যমে প্রকাশ না হয়, এই কারণেই প্রেস ক্লাবে বোমা হামলা চালায়।
“তারা আঘাত করল বিচারালয়ে, যেন বিচারক এবং সাধারণ মানুষ ভয় পায়। ভয়-ভীতি প্রদর্শন, সন্ত্রাস, ষড়যন্ত্র এইগুলোই বিএনপির রাজনীতির অস্ত্র, রাজনৈতিক কৌশল। এর বাইরে তারা আর কোনো কৌশল জানে না। তারা আজও সেই ষড়যন্ত্র করে যাচ্ছে।”
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, “বাংলাদেশকে জঙ্গিবাদ, মৌলবাদ রাষ্ট্রে পরিণত করতে ২০০৫ সালের ১৭ অগাস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায়।
“যারা দেশ চায় নাই, দেশের স্বাধীনতা চায় নাই সেই ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত আবারও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছে, যেন কোনোভাবেই আগামী নির্বাচন না হয়।”
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মো. মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী সমাবেশে বক্তব্য রাখেন।