হাছান মাহমুদ বলেন, “যুবলীগের নেতাকর্মীদের বলব, সতর্ক দৃষ্টি রাখেবেন, যখন নির্দেশ আসবে তখনই জনগণকে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।”
Published : 18 Oct 2022, 09:50 PM
সরকার পতনের আন্দোলনে গত ১৪ বছর যে সাফল্য আসেনি, সে কথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, তাদের ভার্তৃপ্রতীম সংগঠন যুবলীগ একাই বিএনপিকে মোকাবিলা করতে ‘যথেষ্ট’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছানের এমন মন্তব্য আসে।
তিনি বলেন, “আওয়ামী লীগ লাগবে না, যুবলীগ একাই বিএনপিকে মোকাবিলা করতে যথেষ্ট। আমরা এখনো মোকাবিলার ঘোষণা দিইনি। আমরা যদি মোকাবিলার ঘোষণা দিয়ে নামি, তাহলে তারা পালানোর পথ পাবে না।
“যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড। তাই যুবলীগের নেতাকর্মীদের বলব, সতর্ক দৃষ্টি রাখেবেন, যখন নির্দেশ আসবে তখনই জনগণকে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।”
তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ২০১৩, ১৪, ১৫ সালে এমন বিশৃঙ্খলা করেছিল যে গাছও তারা উপড়ে ফেলেছিল। মানুষের ওপর তো বটেই, গাড়ি, গবাদিপশু এমন কি মুরগির ওপরেও তারা হামলা চালিয়েছিল। তাতে সরকার পতন হয়নি।
“বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার সেই আন্দোলন, নৈরাজ্য মোকাবিলা করেছে। আমরা জানি কীভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। যখন মোকাবিলা করার প্রয়োজন হবে আমরা থাকব।”
বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেলসহ ১৫ অগাস্ট নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, “যে নেতা হ্যামিলনের বংশীবাদকের মত বাঙালিকে স্লোগান শিখিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে পাঁচ হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে বাঙালির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তার হত্যাকাণ্ডের বিচার হবে না!
“শেখ রাসেলের হত্যার বিচার হবে না! বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হত্যার বিচার হবে না! শেখ কামাল, শেখ জামাল, তার নববধূর হত্যাকাণ্ডের বিচার হবে না! এভাবে চরম মানবাধিকার লঙ্ঘন করেছিল জিয়াউর রহমান। আর আজকে তার তৈরি দল বিএনপি মানবাধিকারের কথা বলে!”
অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা বলেন, “বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশের যুবসমাজসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী খুনিচক্রকে প্রতিহত করাই আজকের শপথ।”
শেখ রাসেলের খেলার সাথী শেখ সালাহউদ্দিন জুয়েল তাদের বাল্যকালের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে।
সভাপতির বক্তব্যে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন, “বিশ্ববরেণ্য দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পিতা বঙ্গবন্ধু তার কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন বড় আশা করে। কিন্তু খুনি ঘাতকেরা পিতা-মাতার সাথে পুত্রদেরও হত্যা করেছে। এই নির্মম ঘটনায় শুধু হত্যাকারী নয়, সকল ষড়যন্ত্রকারীরও বিচার এ জাতির দাবি।”
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।