“আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল, কি করল না, এতে কিছুই আসে যায় না,” বলেন তিনি।
Published : 19 Jan 2024, 03:40 PM
জাতীয় নির্বাচন পর্যবেক্ষনে বিদেশি না এলেও কিছু আসবে যাবে না বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ইউরোপে যখন নির্বাচন হয়, তখন অন্য দেশ থেকে গিয়ে কেউ তা পর্যবেক্ষেণ করে না। এ নিয়ে আমাদের দেশেই কেবল মাতামাতি হয়।
‘তহবিলের অভাবে’ ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠিয়ে ছোট একটি দল পাঠাবে জানিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে দেওয়া চিঠির বিষয়টি প্রকাশ পাওয়ার পর দিন এই প্রতিক্রিয়া এল তার কাছ থেকে।
শুক্রবার ট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, “নির্বাচনটা হচ্ছে আমাদের…ইতোমধ্যে স্থানীয় সরকারসহ যে সমস্ত নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল, কি করল না, এতে কিছুই আসে যায় না। এ নিয়ে বিএনপিকেও আর দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।”
ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বিষয়ে হাছান বলেন, “তারা ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠাবে বলে বলেছে। তাদের বাজেট স্বল্পতার কথাও তারা চিঠিতে উল্লেখ করেছে।
“ইইউর পর্যবেক্ষক যে আকারেই আসুক বা না আসুক, আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে। সুতরাং আমাদের নির্বাচন আমরাই করব, আমাদের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।”
অন্য দেশে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা যায় কি না, সে প্রশ্ন রেখে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয়, সেখানে কি আমাদের দেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না। আমাদের দেশেই নির্বাচন আসলে কে পর্যবেক্ষণ করল, কে করল না, এগুলো নিয়ে নানা মাতামাতি হয়। যদি বিদেশি পর্যবেক্ষকরা আসেন, তাহলে তাদের স্বাগত জানাই, না আসলেও কোনো অসুবিধা নাই।”
আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে নিশ্চয়তা দিয়ে হাছান বলেন, “নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)