আনোয়ার হোসেন মঞ্জু জেপির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

দলের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচিত করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2023, 06:34 PM
Updated : 8 Jan 2023, 06:34 PM

জাতীয় পার্টি (জেপি) এর চেয়ারম্যান হিসেবে আনোয়ার হোসন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম আবারও নির্বাচিত হয়েছেন।

রোববার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউটে দলের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে তাদের নেতৃত্বে রেখে নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কাউন্সিলের তৃতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছে বলে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সম্মেলনে নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমশনার আব্দুর রহিমের সভাপতিত্বে নির্বাচনী অধিবেশন শুরু হয়। এসময় অপর দুই কমিশনার এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ ও মফিজুল হক বেবু উপস্থিত ছিলেন।

২০২৩-২০২৬ মেয়াদের কমিটির নির্বাচিতরা হলেন

প্রেসিডিয়াম সদস্য: আব্দুর রহিম, বেগম তাসমিমা হোসেন, সাদেক সিদ্দিকী, শাহ মো. রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, রুহুল আমিন, নাজমুন্নাহার বেবী, কাজী জাহাঙ্গীর আমির, মনিরুল ইসলাম জমাদ্দার, আজিজ বাঙাল, আবু সাঈদ খান, সৈয়দ সালাহ উদ্দিন, ওসমান গণি, হাজী আব্দুল আলি, মাহিম হোসেন, অ্যাড. মীর মোশারফ হোসেন মিরন।

ভাইস চেয়ারম্যান: মীর হারুনুর রশিদ, আশরাফুল ইসলাম, গোলাম সারোয়ার জমাদ্দার, মোহাম্মদ হোসেন রেণু, জাহানারা আরজু, আফজাল হোসেন, ফতেহ আলী টিপু, ইফতেখার আহমেদ লিমন, সিদ্দিকুর রহমান টুলু, আলহাজ মো. আব্দুল্লাহ।

যুগ্ম সাধারণ সম্পাদক: কে এম মজিবুর রহমান মজনু, জাহাঙ্গীর আলম প্রধান, অ্যাড. এনামুল ইসলাম রুবেল, আমিনুল ইসলাম তপন, আজাদ দোভাষ, হুমায়ূন কবির তালুকদার রাজু, আলী আব্দুল্লাহ টিংকু, নুরুল ইসলাম খান মিয়া, আতিকুল ইসলাম উজ্জল, আইয়ূব আলী ফনু, ফজলে করিম পল্লব, মো. আব্দুল হালিম।

যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক: এম. সালাহ উদ্দিন আহমেদ।

সাংগঠনিক সম্পাদক: আবুল খায়ের সিদ্দিকী আবু।

বাকি পদগুলো পূরণে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।