মঞ্জুকে আটক বা গ্রেপ্তারের আনুষ্ঠানিক কোনো তথ্য গোয়েন্দা পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি।
Published : 30 Jul 2024, 12:40 PM
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার দল।
এবি পর্টির প্রচার সম্পাদক আনোয়ার সাহাত টুটুল বলছেন, ‘পুলিশের গুলিতে’ আহত ছিলেন মঞ্জু। সোমবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসে এক আত্মীয়র বাসা থেকে পুলিশ পরিচয়ে তাকে ‘তুলে নিয়ে’ যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টুটুল বলেন, “আমরা যতটুকু জেনেছি, উনাকে গোয়েন্দা পুলিশের দপ্তরে নেওয়া হয়েছে।”
তবে মঞ্জুকে আটক বা গ্রেপ্তারের আনুষ্ঠানিক কোনো তথ্য গোয়েন্দা পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের কানো ভাষ্যও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থি’ একদল নেতাকর্মীকে নিয়ে ২০২০ সালে এবি পার্টির আত্মপ্রকাশ ঘটে। দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সাবেক আমলা এএফএম সোলায়মান চৌধুরী। আর মহাসচিব মঞ্জু ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ পাওয়ার পেছনে জামায়াতে ইসলামী ও বিএনপিকে দায়ী করে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।