সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে; ১৪৮টি। মৃত্যু হয় ১৫০ জনের।
Published : 24 Apr 2025, 11:45 PM
দেশজুড়ে গত মার্চ মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬১২ জনের; এর মধ্যে প্রায় ৪১ শতাংশের মৃত্যু হয় মোটরসাইকেল দুর্ঘটনায়।
বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা ১২৪৬।
মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল ২২৭টি (৩৮ দশমিক ২৭ শতাংশ)। এতে মৃত্যু হয় ২৫১ জনের, আহত হন ২০৮ জন।
গত মাসে রেলপথে দুর্ঘটনা ঘটে ৪০টি; প্রাণ যায় ৩৪ জনের; আহত হন ছয়জন। আর নৌপথে আটটি দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি হয়; আহত হন একজন।
সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জন নিহত এবং এক হাজার ২৫৩ জন আহত হন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনা খবর বিশ্লেষণ করে এ পরিসংখ্যান তৈরির কথা জানিয়েছে সংগঠনটি।
বিভাগভিত্তিক হিসাবে সমিতি বলছে, গেল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৪৮টি দুর্ঘটনায় ১৫০ জন নিহত ও ৩৬৪ জন আহত হন।
সবচেয়ে কম দুর্ঘটনা ছিল বরিশাল বিভাগে। সেখানে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ২৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৩ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ৩৭ দশমিক ২৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার কারণ হিসেবে সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের অনুপস্থিতি, রোড সাইন বা রোড মার্কিং ও সড়কবাতি না থাকা এবং মহাসড়কের নির্মাণ ত্রুটির কথা বলেছে সমিতি।
সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল ও ইজিবাইকের মত ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন বন্ধ, মহাসড়কে রাতে চলাচলের জন্য আলোকসজ্জা, চালকদের বেতন ও কর্মঘণ্টা নিশ্চিতসহ আটটি সুপারিশ করেছে সংগঠনটি।