মশাল এবারও জোটবদ্ধ নৌকায়, ইসিতে চিঠি

সবশেষ একাদশ সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী ছিলেন ১২ জন; এর মধ্যে ৯ জন মশাল প্রতীকে এবং বাকি তিন জন জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 12:53 PM
Updated : 17 Nov 2023, 12:53 PM

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবারও আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করবে। অভিন্ন প্রতীক ব্যবহারের জন্য বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে দলটি।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন শুক্রবার বলেন, “জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ নির্বাচন কমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন।”

জাসদ জানিয়েছে, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনের মত দ্বাদশ সংসদ নির্বাচনেও কিছু নিবন্ধিত দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। জাসদ এ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ২০ (১) (এ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে জোট গঠন করা হলে, তার মধ্যে থেকে যে কোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে।

দলগুলো জোটভুক্ত হয়ে একে অন্যের প্রতীক ব্যবহার করতে চাইলে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসিতে জানানোর বিধান রয়েছে।

জাসদের প্রতীক মশাল। আরপিও’র বিধান অনুযায়ী জোটবদ্ধ হলে আওয়ামী লীগের সম্মতিতে জাসদ প্রার্থীদের কেউ কেউ চাইলে নৌকা প্রতীকও ব্যবহার করতে পারবেন।

সবশেষ একাদশ সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী ছিলেন ১২ জন; এর মধ্যে ৯ জন মশাল প্রতীকে এবং বাকি তিন জন জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট করেন।

জাসদ সভাপতি হাসানুল ইনু নিজেও কুষ্টিয়া-২ আসন জোটগতভাবে নৌকা প্রতীকে ভোট করে জিতে আসেন।

পুরনো খবর

Also Read: জোটভুক্ত হতে চাইলে জানাতে হবে ১৮ নভেম্বরের মধ্যে