সাক্ষাতে বিনিয়োগ সম্মেলনসহ বাংলাদেশ-সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা বলেছে জামায়াতে ইসলামী।
Published : 11 Apr 2025, 07:12 PM
জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো।
শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন অনুষ্ঠানে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বিনিয়োগ সম্মেলনসহ বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সাক্ষাতে জামায়াতের নেতারা আশাবাদ ব্যক্ত করেন।