সিরাজগঞ্জের সম্মেলন অনুষ্ঠানে প্রস্তুতি কমিটিও অনুমোদন করেছে বিএনপি।
Published : 02 Feb 2025, 12:25 PM
চট্টগ্রাম দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের ৭ জেলার নতুন আহ্বায়ক কমিটি করেছে বিএনপি।
এছাড়া মেহেরপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে দলটি। একই সঙ্গে সিরাজগঞ্জের সম্মেলন অনুষ্ঠানে প্রস্তুতি কমিটিও অনুমোদন করা হয়েছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটির কথা জানানো হয়।
জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করা হয়েছে।
৭ জেলার আহবায়ক কমিটি
নাটোর: আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
বান্দরবান: আহ্বায়ক স্বাচিন প্রু জেরী ও সদস্য সচিব জাবেদ রেজা।
দক্ষিণ চট্টগ্রাম: আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন।
মানিকগঞ্জ: আহ্বায়ক আফরোজা খান রিতা।
মুন্সীগঞ্জ: আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।
নারায়ণগঞ্জ : আহ্বায়ক মো. মামুন মাহমুদ।
গাজীপুর: আহ্বায়ক ফজলুল হক মিলন।
সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটি করতে আহ্বায়ক করা হয়েছে আমিরুল ইসলাম খান আলীম।