তবে পদত্যাগের কারণ বা এর কোনো ব্যাখ্যা দেননি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর রাজনীতিতে আসা সাবেক এই সচিব।
Published : 08 Oct 2024, 10:52 PM
আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেইসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগের কথা জানান তিনি। সেখানে লেখেন, “আমি এবি পার্টির আহ্বায়কের পদ ত্যাগ করেছি।”
তবে পদত্যাগের কারণ বা এর কোনো ব্যাখ্যা দেননি অবসরপ্রাপ্ত সাবেক এই সচিব।
সরকারি চাকরি থেকে অবসরের পর রাজনীতিতে আসা সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে এবি পার্টি গঠন করেছিলেন।
তাকে আহ্বায়ক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে ২০২০ সালে আত্মপ্রকাশ করে এবি পার্টি।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলে ২১ অগাস্ট প্রতিষ্ঠার চার বছর পর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)।
নির্বাচন কমিশন তখন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করে।
এর আগে এবি পার্টি থেকে দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।