নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে সেলিম ওসমানসহ আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে তিনজনই মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
Published : 30 May 2014, 01:26 AM
এই তিনজন হলেন- নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
২৬ জুন অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, নির্ধারিত শেষ দিন বৃহস্পতিবার জমা দিয়েছেন আটজন।
ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমা দেননি কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। তবে তার দলের দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুন নিয়ে আলোচনার ঝড়ের মধ্যেই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য শহরের গুরুত্বপূর্ণ আসনটিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জবাসী।
নাসিমের ভাই এ কে এম শামীম ওসমানকে হারিয়ে তিন বছর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আইভী।
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের বিরুদ্ধে সরব আইভীর ওই নির্বাচনে পাশে ছিলেন রফিউর রাব্বি, আকরাম ও আনোয়ার। তিনজনই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
নিজের স্কুলপড়ুয়া ছেলে তানভীর মোহম্মদ ত্বকী হত্যার আন্দোলন এগিয়ে নেয়া রাব্বি মনোনয়নপত্র সংগ্রহের সময় আইভীর সমর্থন প্রত্যাশা করেছিলেন। ছেলের হত্যাকাণ্ডে ওসমান পরিবারের দিকে অভিযোগ রাব্বির।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদ ছেড়ে আইভীর পক্ষে দাঁড়ানো আকরামও মেয়রের সমর্থন প্রত্যাশী।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগে ওসমান পরিবারের সঙ্গে আইভীর দ্বন্দ্বের মধ্যে মেয়রের পক্ষেই রয়েছেন আনোয়ার। তবে আওয়ামী লীগ এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নিজের ঘনিষ্ঠ তিনজন প্রার্থী হলেও নির্বাচনের এই সময়ে আইভীর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
ভাইয়ের আসনে জাতীয় পার্টির টিকিটে উপনির্বাচনে প্রার্থী হওয়া সেলিম ওসমানও মেয়র আইভীকে ‘ছোট বোন’ সম্বোধন করে তার সমর্থন প্রত্যাশা করেছেন।
ত্বকী হত্যার পর সাত খুন নিয়ে শামীম ও আইভীর মধ্যে কিছুদিন ধরেই যখন পাল্টাপাল্টি বক্তব্য চলছিল, তখনি সক্রিয় রাজনীতিতে সদ্য পা রাখা সেলিম এই প্রত্যাশা জানালেন।
ভাই নাসিম ও শামীম দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও পোশাক রপ্তানিকারকদের নেতা সেলিম ব্যবসা নিয়েই ছিলেন। এই প্রথম সক্রিয় রাজনীতিতে দেখা গেল তাকে।
এই উপ-নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনএফের আবু হামিদুর রেজা খান ভাষানী, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার এবং দলটির গাজীপুর জেলা কমিটির সভাপতি ইকবাল সিদ্দিকী। অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদও প্রার্থী।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও বয়কট করছে।
বিতর্কিতরা নির্বাচনে: সুজন
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ‘বিতর্কিতরা’ প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
বদিউল আলম বলেন, “বিতর্কিতরা নির্বাচনে আসছে। যেমন নারায়ণগঞ্জে আমরা দেখছি। এটা একটা অশনি সঙ্কেত।”
“সাম্প্রতিক সময়ে রাজনীতিতে দুর্বৃত্তদের নেতা হওয়ার প্রবণতা বেড়েছে। আবার নেতাদের মধ্যেও দুর্বৃত্তায়নের প্রবণতা বেড়েছে,” বলেন তিনি।