রওশন এরশাদের অমতেই নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সেলিম ওসমানকে মনোনীত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
Published : 28 May 2014, 01:38 PM
সেলিমের বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য এই আসনে প্রার্থী হিসেবে নিজের রাজনৈতিক সচিব গোলাম মসীহকে চেয়েছিলেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন।
মুসীহ মঙ্গলবার মনোনয়নপত্রও কেনেন। এরপর বুধবার সেলিম মনোনয়নপত্র কেনার পর বনানী কার্যালয়ে প্রার্থী নির্বাচনে এরশাদের নেতৃত্বে বৈঠকে বসেন রওশনসহ জ্যেষ্ঠ নেতারা।
সকাল সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, দেলোয়ার হোসেন খান, মুজিবুল হক চুন্নু, এম এ হান্নান, মশিউর রহমান রাঙা ও সুনীল শুভ রায়।
আড়াইটার দিকে রওশনকে নিচে নেমে গাড়িতে উঠে চলে যেতে দেখা যায়।এর আধাঘণ্টা পর বেরিয়ে আসেন এরশাদ।
এরপর বিকাল পৌনে ৪টায় সংবাদ সম্মেলনে এসে প্রার্থী হিসেবে সেলিম ওসমানের নাম ঘোষণা করেন মহাসচিব বাবলু।
বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে রওশন এরশাদ মসীহকে প্রার্থী করার বিষয়ে অনড় অবস্থান নেন। কিন্তু স্যার (এরশাদ) ছিলেন সেলিম ওসমানের পক্ষে।”
গত ৩০ এপ্রিল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমান। তার মৃত্যুর পর ওই আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নাসিমের স্ত্রী পারভীন ওসমান ও মসীহের নাম নিয়ে গুঞ্জনের মধ্যে আকস্মিকভাবেই মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা সেলিম।
আওয়ামী লীগ এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে, ফলে ২৬ জুন অনুষ্ঠেয় এই নির্বাচনে ক্ষমতাসীন দলের কোনো প্রার্থী থাকছে না।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এরই মধ্যে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি এবং সাবেক সংসদ সদস্য এস এম আকরাম মনোনয়নপত্র কিনেছেন।