একাত্তরে গণহত্যার জন্য আব্দুল আলীমের আমৃত্যু কারাদণ্ডের রায় ‘প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেছেন তার দল বিএনপির অন্যতম নীতি-নির্ধারক মির্জা আব্বাস।
Published : 09 Oct 2013, 05:47 PM
বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও ‘ব্যক্তিগত’ভাবে এই প্রতিক্রিয়া জানান দলেল স্থায়ী কমিটির এই সদস্য।
দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, “আমরা সব সময় বলে আসছি, বিএনপি যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। তবে তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের।
“কিন্তু যেসব বিচারের রায় হচ্ছে, তা প্রশ্নবিদ্ধ। জনগণ এ নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে।”
জিয়াউর রহমান আমলের মন্ত্রী আলীম একাধিকবার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ ২০০১ সালে জয়পুরহাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
অশীতিপরা আলীমের অপরাধ মৃত্যুদণ্ডতুল্য হলেও বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
যুদ্ধাপরাধের এই বিচারের রায় নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভেঙে এই মাসের শুরুতে দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলে, বিরোধী দলকে নির্মূলের ষড়যন্ত্র করছে সরকার।
“বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক মান নিশ্চিত করে নিরপেক্ষ বিচারের ব্যবস্থা নেবে।”
‘প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম’র এক আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।