বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটানোর আন্দোলন জোরদারে ‘করণীয়’ নির্ধারণে আরও দুইটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
Published : 21 Jul 2022, 11:27 PM
বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল এবং রাতে ডেমোক্রেটিক লীগের (ডিএল) এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংলাপে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন।
সাম্যবাদী দলের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন, পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম মাহফুজ, সাইফ মাহমুদ জুয়েল, মেহবুব মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ রহমান, সামসুল হক ভুলু, নুর উদ্দিন ঢালী ও সুমন হাওলাদার।
ডিএলের নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি। অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মৃধা মোহাম্মদ আল আমিন ও ওমর ফারুক।
ঈদ ও বন্যার কারণে কিছুদিন সংলাপ স্থগিত রাখতে হয়েছিল জানিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে দেশের সকল রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ করে একটা আন্দোলন গড়ে তুলবার জন্যে আমরা এই প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যে অনেক দলের সাথে আলোচনা শেষ হয়েছে।
“আমরা অল্প দিনের মধ্যে এই আলোচনা শেষ করতে পারব। এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগনের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি।”
গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গনসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ হয়।
এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলামের সাথেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।