ইংলিশ ফুটবল
চলতি মৌসুমে দলের তৃতীয় ফুটবলারের অস্ত্রোপচার মানতেই পারছেন না মিকেল আর্তেতা।
Published : 05 Apr 2025, 06:38 PM
চোটের থাবায় চলতি মৌসুমে পূর্ণশক্তির দল সাজাতেই পারছে না আর্সেনাল। চোট কাটিয়ে একজন ফিরলে, আরেকজন ছিটকে যাচ্ছেন। বুয়াকো সাকার ফেরার ম্যাচে যেমন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন গাব্রিয়েল মাগালিয়াইস। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে হারানো হজমই হচ্ছে না ইংলিশ ক্লাবটির কোচ মিকেল আর্তেতার।
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের শুরুর দিকে এই চোট পান গাব্রিয়েল। পরে আর্সেনাল বিবৃতি দিয়ে জানায়, অস্ত্রোপচার করাতে হবে তার। মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না।
হ্যামস্ট্রিংয়ের চোটে আর্সেনালের তৃতীয় ফুটবলার হিসেবে এবারের মৌসুমে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যাবেন গাব্রিয়েল। মৌসুমের শুরুতে অস্ত্রোপচার করাতে হয়েছিল সাকা ও গাব্রিয়েল মার্তিনেল্লির।
চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন আর্সেনালের তিন ডিফেন্ডার-ইতালির রিকার্দো কালাফিওরি, ইংল্যান্ডের বেন হোয়াইট ও জাপানের তাকেহিরো তমিয়াসু। গাব্রিয়েলের চোট যে তাদের জন্য কত বড় ধাক্কা হয়ে এলো সেটাই ফুটে উঠল আর্তেতার কণ্ঠে।
এভারটনের বিপক্ষে শনিবারের ম্যাচ সামনে রেখে খেলোয়াড়দের চোট নিয়ে কথা বলেছেন আর্সেনাল কোচ।
“কেবলই বুকায়ো সাকা চোট কাটিয়ে ফিরেছে, এমন সময় গাব্রিয়েলের চোট হজম করা খুবই কঠিন। পুরো মৌসুম জুড়েই এমন প্রতিক্রিয়া দেখিয়েছে দল। সে লম্বা সময়ের জন্য ছিটকে গেছে।”
“আমার মনে হয় না এই ঘটনা নির্দিষ্টভাবে আর্সেনালের ক্ষেত্রে হচ্ছে, আর এমন এক রৈখিকভাবে বিবেচনা করাও কঠিন। আমাদের চারজনের চোট আর প্রত্যেকটাই ভিন্ন। এসবের ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। আর এর অর্থ অন্য খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে।”
প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে লিভারপুল।