ঈদুল ফিতর ঘিরে নয় দিনের ছুটি শেষ হয়েছে শনিবার। লম্বা ছুটির শেষ দিনটাতেও রাজধানীর বেশিরভাগ সড়ক দেখা গেছে ফাঁকা। ভিড় আর যানজট না থাকায় রাস্তায় স্বস্তিতে চলাচল করেছে মানুষ। যদিও রোববার থেকে খুলবে অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান। ধীরে ধীরে আবারও ব্যস্ততা আর পুরনো চেহারা ফিরবে রাজধানীতে।
Published : 05 Apr 2025, 06:21 PM