বাহাদুর শাহ পার্কে সাঈদ খোকনের সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 02:01 PM BdST Updated: 12 Jan 2021 02:01 PM BdST
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ‘মানহানি’ মামলার আবেদন হওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তার সমর্থকরা।
মঙ্গলবার দুপুরে ‘ঢাকাবাসী’ নামে এক সংগঠনের ব্যানারে ৭০ থেকে ৮০ জনের একটি দল বাহাদুর শাহ পার্কে সমাবেশ করে এবং পরে সেখানে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
সমাবেশ থেকে সাঈদ খোকনের বিরুদ্ধে ‘সব মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক মিঠু।
পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা ওমর আলী বলেন, “এটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামানা করছি।”
ফুলবাড়িয়া মার্কেটে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে শনিবার ঢাকায় কদম ফোয়ারার সামনে মানববন্ধন করেন।
সাবেক মেয়র সাঈদ খোকন ওই কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে বর্তমান মেয়র তাপসের বিরুদ্ধে সিটি করপোরেশনের ‘টাকা সরানোর’ অভিযোগ তোলেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস সোমবার বলেন, খোকনের ‘মানহানিকর’ বক্তব্যের বিষয়ে তিনি ‘আইনি ব্যবস্থা’ নেবেন।
এদিকে কাজী আনিসুর রহমান এবং অ্যাডভোকেট মো. সারওয়ার আলম নামের দুই ব্যক্তি সোমবারই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে খোকনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন করেন।
সাঈদ খোকন মেয়র ফজলে নূর তাপসকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে ‘মানহানি’ হয়েছে বলে অভিযোগ করা হয় মামলার আর্জিতে। ওই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না, আদালত সেই আদেশ দেবে ১৯ জানুয়ারি।
পুরনো খবর
সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার আর্জি: আদেশ ১৯ জানুয়ারি
সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলার আর্জি
‘মানহানিকর বক্তব্যে’ আইনি ব্যবস্থা নেবেন মেয়র তাপস
-
মন্ত্রীদের বক্তব্য সতীনের ছেলেকে বাঘ মারতে পাঠানোর মত: রিজভী
-
আমার নাম আগে এলে আমিও টিকা নেব: জাফরুল্লাহ
-
টিকা নিয়ে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: কাদের
-
উদ্দেশ্য আজ দেশকে নতজানু করে রাখা: ফখরুল
-
টিকার সাফল্যে বিএনপি উদভ্রান্ত: হাছান মাহমুদ
-
এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না
-
বিএনপি চাইলে ‘আগে টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী
-
টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান ফখরুল
সর্বাধিক পঠিত
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- প্রত্যাশিত জয়ে সিরিজ বাংলাদেশের
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- দীর্ঘমেয়াদে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ
- অহরহ ছিনতাই হলেও টাকা বহনে পুলিশি নিরাপত্তায় আগ্রহ কম
- বার্সার ২ পেনাল্টি মিসের পেছনে ভয়?
- অ্যানফিল্ডে লিভারপুলের অজেয় যাত্রা থামাল বার্নলি
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- মাশরাফিকে ছাড়িয়ে, মাশরাফির পাশে মুশফিক