“ঘর রাঙাতে যারা পছন্দ করেন, তাদের জন্য লাক্সারি সুপার সিল্ক হবে সেরা পছন্দ,” বলেন বার্জারের প্রধান বিপণন কর্মকর্তা।
Published : 19 May 2024, 07:25 PM
ঘরের দেয়াল রাঙাতে বাজারে এসেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নতুন পণ্য ‘বার্জার লাক্সারি সুপার সিল্ক’।
রোববার বার্জার এক বিজ্ঞপ্তিতে বলেছে, “নতুন মসৃণ ও গ্লসি ফিনিশ পণ্য অনায়াসে ঘরের সৌন্দর্য বাড়াবে। এতে ডায়মন্ড রিফ্লেক্টিভ টেকনোলজি ব্যবহার হয়েছে। পরিবেশকে দেয় সুরক্ষা। এছাড়া দেয়ালকে দাগ থেকে সুরক্ষার পাশাপাশি দীর্ঘদিন উজ্জ্বলতা ধরে রাখে।”
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম বলেন, “নতুন লাক্সারি সুপার সিল্ক পেইন্ট যেকোনো ঘরের দেয়ালে আভিজাত্যের ছোঁয়া দেবে। ঘর রাঙাতে যারা পছন্দ করেন, তাদের জন্য লাক্সারি সুপার সিল্ক হবে সেরা পছন্দ।”