ইশরাক হোসেনের গুলশানের বাসায় রোববার দুপুরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তখনই গ্রেপ্তার করা হয় তার ছোট ভাইকে।
Published : 29 Oct 2023, 08:23 PM
বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যডভোকেট লিয়াকত আলীসহ ৬ বিএনপি নেতাকে পল্টন থানার নাশকতার এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মো. রশিদুল আলম রোববার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
ওই ছয়জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল পল্টন থানা পুলিশ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ইশরাক হোসেন ও ইশফাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী মোসলেহ উদ্দিন জসীম জানান, যে মামলায় ইশফাককে রিমান্ডে পাঠানো হয়েছে, শনিবারের সংঘর্ষের ঘটনার পর সেটি দায়ের করেছে পল্টন থানা পুলিশ।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গুলশানের বাসায় রোববার দুপুরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তিনি সে সময় বাসয় ছিলেন না। পরে পুলিশ তার ছোট ভাই ইশফাক হোসেন এবং তাদের গাড়িচালক রাজিবকে নিয়ে যায়।