একাদশ সংসদ নির্বাচনে তরীকত ফেডারেশনে ১৭ জন প্রার্থী ছিল।
Published : 28 Nov 2023, 05:33 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে ১২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এ শরিক দলের প্রতীক ‘ফুলের মালা’।
বুধবার তরীকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ নির্বাচনের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়।
সেই তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে লড়বেন ২৮ জন, ঢাকা বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহীতে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ১৭ জন প্রার্থী দিয়েছিল দলটি। এর মধ্যে ১৬ জন দলীয় প্রতীক ‘ফুলের মালা’ এবং একজন জোটভূক্ত হয়ে নৌকা প্রতীকে ভোট করেন।
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য। আসনটিতে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি। বর্তমানে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
প্রয়াত আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ারের মেয়ে সনি এবার নৌকা প্রতীকে প্রার্থী হচ্ছেন। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে এ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রামের ৫ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগ নেতারাই