“মুক্তিযোদ্ধারা যে দলই করুক না কেন, যদি তারা প্রকৃতপক্ষে দেশের পক্ষে থাকে, তাদের নিয়ে বিতর্ক সৃষ্টির পাঁয়তারা করবেন না। মুক্তিযোদ্ধারা আমাদের অমূল্য সম্পদ।”
Published : 14 Dec 2024, 12:31 PM
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং তাদের ‘দোসররা’ কোনো দিবস পালন করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
তিনি বলেন, “বুদ্ধিজীবী দিবস, এই দিবস আমরা সবাই পালন করব। কিন্তু, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তার দোসররা বিচারের আগে কোনো ধরনের কোনো দিবস পালন করতে পারবে না।”
তিনি বলেন, “শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। স্পষ্টভাবে বলতে ভাই, অনেকে চক্রান্ত করছে যে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাই, একাত্তর আমাদের প্রথম স্বাধীনতা এবং সেখানে প্রায় ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছে বলে আমরা শুনি। যদিও, সেটি নিয়ে বিতর্ক আছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা একটি ভূখণ্ড পেয়েছি।
“সুতরাং কোনোভাবেই একাত্তরের সাথে চব্বিশকে বিতর্কিত করবেন না। মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গর্বের বিষয়। তাদেরকে কেউ ছোট করবেন না। মুক্তিযোদ্ধারা যে দলই করুক না কেন, যদি তারা প্রকৃতপক্ষে দেশের পক্ষে থাকে, তাদের নিয়ে বিতর্ক সৃষ্টির পাঁয়তারা করবেন না। মুক্তিযোদ্ধারা আমাদের অমূল্য সম্পদ।”
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তখন আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হল। বাংলাদেশে কিন্তু বুদ্ধিজীবীদের নানাভাবে অপদস্থ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে।
“অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সম্পর্ক বাড়ান। যে দূরত্ব সৃষ্টি হয়েছে, একেক উপদেষ্টারা একেক ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এটি বন্ধ করতে হবে।”
অবশ্য বেলা ১১টা নাগাদ ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ব্যানারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় পার্টি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শেরিফা কাদের।