Published : 28 Apr 2025, 12:06 PM
সংস্কার প্রশ্নে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, “যে সংস্কারগুলো আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হবে, সেগুলো এ সরকারের অধীনে বাস্তবায়ন করতে হবে যেকোনো মূল্যে।”
সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “আমরা সকলেই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করি। সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়েও যাতে জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দিই- এটা কমিশনের কাছে চাওয়া।”
গত ১৬ বছরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শামিল হয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, “অনেকেই স্ব স্ব জায়গা থেকে আন্দোলন করেছিল। কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রেক্ষাপট এমন ছিল- চাইলেও এ সমস্ত মানুষের ও আমাদের ওই সময় বেশি কিছু করার ছিল না।
“কিন্তু আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।”
বাংলাদেশের অগ্রযাত্রার জন্য ঐকমত্য কমিশনের সংলাপ ‘গুরুত্বপূর্ণ অধ্যায়’ রচনা করবে বলে মন্তব্য করেন নুর।
গেল দেড় দশকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, “আগামীতে যেন কোনো শাসক এ রকম পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়নসহ দেশকে ঝুঁকির মধ্যে না পেলতে না পারে, সেজন্য কার্যকর সংস্কারের লক্ষ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই।"
রাষ্ট্র সংস্কারের বিষয়ে পাঁচটি কমিশনের ১৬৬টি সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৯টি দলের কাছে পাঠিয়ে মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ৩৫টি দল মতামত জমা দিয়েছে। তাদের মধ্যে ১৯টি দলের সঙ্গে ইতোমধ্যে সংলাপ হয়েছে। বিংশততম দল হিসেবে এখন গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ করছে কমিশন।
মতামত জানতে চাওয়া ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৭টিতে গণঅধিকার পরিষদ একমত পোষণ করেছে। এছাড়া ১৫টিতে দ্বিমত এবং ২৩টিতে আংশিকভাবে একমত হওয়ার কথা জানিয়েছে।
বৈঠকে নুরুল হক নুরুর নেতৃত্বে গণঅধিকার পরিষদের ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, খালিদ হোসেন, সাকিব হোসাইন, শাকিল উজ্জামান, সহ-মানবাধিকার সম্পাদক ফাতেমা তুজ জোহরা ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত রয়েছেন- কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।