Published : 02 Jul 2024, 09:50 PM
মাওলানা কাজী মো. সেলিম রেজাকে আহ্বায়ক করে গঠিত জাতীয়তাবাদী ওলামা দলের ১৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপি।
মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক ও নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে গঠিত আগের আহ্বায়ক কমিটি গত ১ ফেব্রুয়ারি বিবলুপ্ত করা হয়েছিল।
আগের ১৭১ সদস্যের কমিটিটি গঠিত হয়েছিল ২০১৯ সালের ৫ এপ্রিল।
এরপর গত ২৬ এপ্রিল ওলামা দলের পাঁচ সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি।
কমিটিতে মাওলানা মো. সেলিম রেজাকে আহ্বায়ক এবং মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনকে সদস্য সচিব করা হয়।
আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ক্বারী গোলাম মোস্তফা ও মাওলানা মো. দেলোয়ার হোসেইন।
আরও পড়ুন