এ সরকারের বিরুদ্ধে ‘দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ চলছে বলে উদ্বেগ প্রকাশ করা হয় আলোচনায়।
Published : 25 Jun 2024, 05:20 PM
পঁচাত্তর কেজি ওজনের কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ২ নম্বর হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমিতির সাবেক সভাপতি বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমিতির সাবেক সভাপতি বশির আহমেদ, সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদীসহ জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তব্য রাখেন।
তাদের আলোচনা শেষে ৭৫ কেজি ওজনের কেক কাটা হয়। এ ছাড়া জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী সরদারও ৩৫ কেজি ওজনের একটি কেক আনেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ‘দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ চলছে বলে একাধিক বক্তা উদ্বেগ প্রকাশ করেন।
তারা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমিতির সাবেক সম্পাদক আব্দুন নূর দুলাল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মোর্শেদ ও আজাহার আলী ভুঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য দেন।