যানজটের কথা বিবেচনায় রেখে রাজধানীতে শোভাযাত্রাটি ৭ নভেম্বর কর্মদিবসে না করে সাপ্তাহিক ছুটির দিনে করা হচ্ছে বলে জানান প্রস্তুতি কমিটির সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
Published : 08 Nov 2024, 11:08 AM
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি।
রাজধানীতে শুক্রবার বেলা আড়াইটায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এই শোভাযাত্রা বের করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তাতে অংশ নেবেন।
ঢাকায় শোভাযাত্রাটি কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
আওয়ামী লীগ আমলে পুলিশের অনুমতি নিয়ে নয়া পল্টন থেকে শান্তিনগর মোড় পর্যন্ত কয়েকটি শোভাযাত্রা করেছে বিএনপি। এই পথের বাইরে এক যুগের বেশি সময় পরে প্রথম বিএনপি মানিক মিয়া এভিনিউ পর্যন্ত শোভাযাত্রা করতে যাচ্ছে দলটি।
শোভাযাত্রা প্রস্ততি কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, “এটি হবে স্মরণকালের বৃহৎ র্যালি। আমরা আশা করছি ঢাকার বিভিন্ন ওয়ার্ডসহ আশপাশের জেলাগুলো থেকেও এই র্যালিতে নেতাকর্মীরা অংশ নেবেন।
“শান্তিপূর্ণভাবে র্যালি অনুষ্ঠানে গত কযেকদিন ধরে আমাদের নেতারা কাজ করছেন।”
শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদীসহ আশপাশের জেলাগুলো থেকে বাসে করে নেতা-কর্মীরা আসতে শুরু করেছে।
যানজটের কথা বিবেচনায় রেখে রাজধানীতে শোভাযাত্রাটি ৭ নভেম্বর কর্মদিবসে না করে সাপ্তাহিক ছুটির দিনে করা হচ্ছে বলে জানান প্রস্তুতি কমিটির সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
৭ নভেম্বর উপলক্ষে বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের শিল্পীরা এই অনুষ্ঠান পরিচালনা করে।