বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ‘চালাইদেন’ শব্দবন্ধটি ফেইসবুকে জনপ্রিয়তা পায়।
Published : 09 Oct 2024, 08:50 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পদ ছেড়েছেন’ বলে যে গুজব মঙ্গলবার রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়েছিল, তা নিয়ে ফেইসবুকে উপহাস করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে তিনি লেখেন, “শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স: চালাইদেন।”
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ‘চালাইদেন’ শব্দবন্ধটি ফেইসবুকে জনপ্রিয়তা পায়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলার সময় আওয়ামী লীগ সমর্থক সোশাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা গুজব বা অসমর্থিত সূত্রের নানান তথ্য তাদের নিজস্ব গ্রুপে শেয়ার করতেন। অনুসারীরা এ নিয়ে সন্দেহ প্রকাশ করলে, তখন উত্তরে বলা হত আপাতত ‘চালাইদেন’ অর্থাৎ শেয়ার বা প্রচার করেন।
এই বিষয়টি ফাঁস হলে সেই থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থকরা বিরোধী পক্ষের কোনো গুজব চিহ্নিত করতে 'ব্যঙ্গ করে' #চালাইদেন হ্যাসট্যাগ বা শব্দবন্ধ ব্যবহার শুরু করে।
মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘দ্বন্দ্ব’, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সেনা সদস্যদের ‘অনুপ্রবেশ’ এবং মুহাম্মদ ইউনূসের সময় ‘ফুরিয়ে আসার’ মত কথা ছড়ানো শুরু হয়। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় এক ধরনের উত্তেজনাও তৈরি হয়। তবে সেসব যে নিছকই গুজব, তা বুধবার সকালেই স্পষ্ট হয়ে যায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই মাসে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে। সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে। কখনো কখনো বিভিন্ন সংবাদমাধ্যমের ভুয়া ফটোকার্ডের আকারেও ভিত্তিহীন তথ্য ছাড়ানো হয়েছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজবের বিষয়ে সরব ছিলেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়েও তিনি ফেইসবুকে নিয়মিত পোস্ট দেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম বলেন, “ফেইসবুকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড একটি আইডি ও একটি পেইজ রয়েছে। তিনি আজ বিকাল পর্যন্ত অফিস করেছেন। ব্যস্ত সময় পার করেছেন। তার নামে অনেক ভুয়া পেইজও খোলা হয়েছে। তবে ভেরিফায়েড পেইজদুটো উনার।”