স্ত্রী বিলকিস আক্তার জাহান এবং ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন তার সঙ্গে আছেন।
Published : 08 Oct 2024, 09:34 PM
ওমরাহ করতে সৌদি আরবে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার বেলা ২টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন মোশাররফ। তার সহধর্মিনী বিলকিস আক্তার জাহান এবং ছোট ছেলে খন্দকার মারুফ হোসেনও তার সঙ্গে আছেন।
মারুফ হোসেন বিমানবন্দর থেকে বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আব্বা ও আম্মাসহ পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা হলাম। সকলে দোয়া করবেন।”
ওমরাহ শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন খন্দকার মোশাররফ।