২০২২ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।
Published : 01 Sep 2024, 08:17 PM
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮৫ জনকে খালাস দিয়েছে আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়াদের মধ্যে আলাল ছাড়াও রয়েছেন খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীব, রফিকুল ইসলাম মজনু ও ইসহাক সরকার।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিএনপির নেতারা জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ঘোষণার প্রতিবাদে পল্টনে হোটেল ভিক্টরির সামনের রাস্তা অবরোধ করেন।
এসময় তারা পুলিশের কাজে বাধা দেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এই ঘটনার পর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৭০ জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
তদন্ত শেষে পল্টন থানার এসআই আরশাদ হোসেন ৮৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
২০২২ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।
এ মামলায় পুলিশসহ মোট ৩৩ জনকে সাক্ষী করা হয়। এদের মধ্যে ছয় জন সাক্ষ্য দেন।