বিএনপিকেও এমন আলোচনার জন্য ডেকেছিল ইসি, তবে সাড়া পায়নি।
Published : 30 Mar 2023, 05:38 PM
বিএনপির মতো সংলাপ বর্জনকারী আরও আটটি দলকে অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
দলগুলো হচ্ছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট দলের সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে এ চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে গত বছর ইসি দুই দফা সংলাপে ডাকলেও এই দলগুলো অংশ নেয়নি। বিএনপিও যায়নি সেই সংলাপে।
এরপর সম্প্রতি বিএনপিকে ‘অনানুষ্ঠানিক’ আলোচনায় আসার জন্য চিঠি দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে বিএনপি বুধবার সংবাদ সম্মেলন করে জানায়, ইসির সঙ্গে কোনো আলোচনায় যাবে না তারা।
বিএনপির ভাষ্য চিঠিতে জানার অপেক্ষায় ইসি
এর পরদিনই সংলাপ বর্জন করা সিপিবি, বাসদ ও বিএনপির মিত্র দলগুলোকে আমন্ত্রণ জানানো হল।
এস এম আসাদু্জামান বলেন, “ইসির সংলাপে আসেনি এমন ৯টি দল রয়েছে। তাদেরকে আবারও অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়ে আলাদা আলাদা চিঠি পাঠানো হয়েছে সিইসির পক্ষ থেকে। দলগুলো সুবিধাজনক সময়ে আলোচনার বিষয়ে সময় জানাতে পারবে।”