“বাংলাদেশের মানুষ ভোট পাগল। তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন”, বলেন তিনি।
Published : 27 Sep 2024, 10:56 PM
দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, সেটি সবচেয়ে বেশি ‘ন্যায্য’ হয় নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার দাবি দিন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এই মন্তব্য করলেন।
শুক্রবার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন রুমিন।
দেশের বিভিন্ন জেলায় মাজারে হামলা ও ভাঙচুরের মধ্যে এই সভার আয়োজন করা হয় বড়িকান্দি গণি শাহ মাজার প্রাঙ্গণে।
গত ৮ অগাস্ট দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তী সরকার নির্বাচন প্রশ্নে কোনো সময়সীমা না দিয়ে সংস্কারের কথা বলে যাচ্ছে। এ প্রসঙ্গে রুমিন বলেন, “আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয়, যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়। তাই আমি আহ্বান জানাব যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।”
প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে গিয়ে বঙ্গভবনে যান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে। ফিরে এসে তিনি ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন।
সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিলে এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বাধ্যবাধকতা আছে, যদি দৈব দুর্বিপাকে সেটা করা না যায়, তাহলে পরের ৯০ দিনের মধ্যে হতে হবে।
তবে অন্তর্বর্তী সরকারের তরফে ভোটের বিষয়ে কোনো সময়সীমার ইঙ্গিতও দেওয়া হচ্ছে না। এর মধ্যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, তারা এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন দিয়ে যাবেন।
তবে দেড় বছরেই নির্বাচন হবে কিনা, সে প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দায়িত্ব পাওয়া বদিউল আলম মজুমদার বলেছেন, তার ধারণা দেড় বছরের চেয়ে বেশি সময় লাগবে।
রুমিন যেদিন ব্রাহ্মণবাড়িয়ায় বক্তব্য রাখেন, সেদিন গাজীপুরের কাপাসিয়ায় একটি সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার দাবি জানিয়ে বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে ফিরিয়ে দিতে দেরি হলে অন্য কোনো ব্যবস্থা যেন ঢুকে না পড়ে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। প্রশাসনের সব ইউনিটকে দ্রুত সংস্কার করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী করতে হবে।”
আরও পড়ুন: গণতন্ত্রে ফিরতে দেরি হলে ঢুকে পড়বে 'অন্য ব্যবস্থা', শঙ্কায় ফখরুল
রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের মানুষ ভোট পাগল। ৯০-১০০ বছর বয়সে নাতির কাঁধে চড়ে মানুষ ভোট দিতে যায়।”
গত ২০ বছরে মানুষ ভোট দিতে পারেনি অভিযোগ করে বিএনপি নেত্রী বলেন, “তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন।”
সুষ্ঠু নির্বাচন হল বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলেও দাবি করেন বিএনপি নেত্রী।
বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।