গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
Published : 18 Sep 2024, 09:04 PM
হাসপাতালে চিকিৎসা নিয়ে ছয় দিন পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে রাত সাড়ে ৭টায় খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজায়’ পৌঁছান।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছয় দিন এভারকেয়ার হাসপাতালে চিকিসাধীন থাকার পর বাসায় ফিরলেন।
“তবে ম্যাডাম বাসায় চিকিৎসকদের মনিটরিংয়ে থাকবেন।”
গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।