শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের বিক্ষোভ মিছিল কাঁটাবন হয়ে পুনরায় শাহবাগ মোড়ে এসে সমাবেশে শেষ হয়।
Published : 16 Nov 2023, 11:31 AM
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৃহস্পতিবার সকালে তাদের একটি বিক্ষোভ মিছিল কাঁটাবন হয়ে পুনরায় শাহবাগ মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাহবাগ মোড়ে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা অবস্থান নিতে চাইলে তারা পুলিশের বাধার মুখে পড়েন। ছাত্রলীগের নেতাকর্মীদেরও লাঠি-সোটা নিয়ে ওই এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, “দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই। সরকার একতরফা নির্বাচনের আয়োজন করে তফসিল ঘোষণা করেছে। এই তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। আমরা অবিলম্বে রাজনৈতিক দলগুলোর দাবি মেনে পুনরায় তফসিল ঘোষণার আহ্বান করছি।”
ছাত্র ইউনিয়নের (একাংশের) সভাপতি রাগীব নাঈম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান সমাবেশে উপস্থিত ছিলেন।