সংসদ ভবনের সামনের সড়কে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
Published : 28 Feb 2025, 03:14 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে চলা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শীর্ষ নেতাদের নাম চূড়ান্ত হয়েছে।
দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনকে রেখে দলের কমিটির শীর্ষ পদে আছেন ১১ জন।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ওই ১১ জনের নাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে চলা তরুণ ছাত্রনেতা নাহিদ কদিন আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ ইসলাম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ।
সদস্যসচিব পদে নাম আসা আখতার হোসেন হলেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আখতার হোসেনের গড়া গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃত্বে গঠিত একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের নেতৃত্বে সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী যোগ দিয়েছিলেন এবি পার্টিতে। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব নেন। তিনি হচ্ছেন নতুন দলের মুখ্য সমন্বয়ক।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েত করে এই দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সংসদ ভবনের সামনের সড়কে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
শীর্ষ ১১
আহ্বায়ক: নাহিদ ইসলাম
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আরিফুল ইসলাম আদীব
সদস্য সচিব: আখতার হোসেন
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: নাহিদা সারোয়ার নিভা
মুখ্য সংগঠক: হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল)
মুখ্য সংগঠক: সারজিস আলম (উত্তরাঞ্চল)
মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী
সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ
দপ্তর সম্পাদক: সালেহ উদ্দিন সিফাত।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাম এসেছে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীবের। জাতীয় নাগরিক কমিটির তাসনিম জারা এবং নাহিদা সারোয়ার নিভা হচ্ছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব।
দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। সারজিস জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর হাসনাত আবদুল্লাহ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ হচ্ছেন এ দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সালেহ উদ্দিন সিফাতের নাম এসেছ দপ্তর সম্পাদক হিসেবে।
কয়েকটি পদে একাধিক আগ্রহী ব্যক্তি থাকায় সেগুলো নিয়ে এখন আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।
তারুণ্যের শক্তিতে উদ্দীপ্ত গণ আন্দোলনের মূল নেতাদের সামনের সারিতে রেখে ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’ নামের এই রাজনৈতিক দল আগামী নির্বাচনের রাজনীতিকেই লক্ষ্য হিসেবে নিয়েছে।
সদস্য সচিব হিসেবে এনসিপির দায়িত্ব নিতে যাওয়া আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তারুণ্যের নেতৃত্বে ডান-বাম চিন্তার বাইরে এসে একটি মধ্যপন্থি রাজনীতির সূচনার কথা আমরা বলেছি। বাংলাদেশের স্বার্থের রাজনীতির কথা আমরা বলছি, একটি স্বনির্ভর পররাষ্ট্র নীতির কথা বলছি।
“যতগুলো মত ও পথ আছে সবাইকে একটা জায়গায় সমাধানের কথা আমরা বলেছি। সেটা হচ্ছে মানুষের নাগরিক পরিচয়, নাগরিক অধিকারের পরিচয় এবং নাগরিক মর্যাদার প্রশ্নে সর্বোচ্চ অবস্থান। এই জায়গার মধ্য দিয়ে যতগুলো মত ও পথের মানুষ আছে তাদেরকে আমরা একত্রিত করব।”
আরো পড়ুন
এনসিপির আত্মপ্রকাশ: বন্ধ থাকবে মানিকমিয়ার এক পাশ
নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে নাহিদ-আখতার
আন্দোলনের সন্তান এনসিপি, লক্ষ্য ভোটের রাজনীতি