সাময়িক অসুবিধার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
Published : 28 Feb 2025, 01:57 PM
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের অনুষ্ঠানের কারণে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের একপাশে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার বিকাল ৩টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজে এক বার্তায় ‘ইতিহাসের সাক্ষী’ হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “মানিক মিয়া এভিনিউয়ের দুটি সাইডের একটি সাইড (উত্তর সাইড) আড়ং-এর মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
অনুষ্ঠানের সময়টায় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়।
আমন্ত্রণপত্রে বলা হয়েছে, “২০২৪ সালের ৫ অগাস্ট ঐতিহাসিক জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে, সূচনা হয় নতুন রাজনৈতিক ধারার। সাধারণ জনগণ এখন পুরনো ব্যবস্থা ভেঙে তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। যে বন্দোবস্ত রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থাকবে না।
“এই পরিবর্তনের ধারা এগিয়ে নিতে আমরা এক নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
সমন্বয়কদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
এরপর আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন, “আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি, আহতদেরকে দাওয়াত করেছি, পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিল এমন সব রাজনৈতিক দলকে আমরা দাওয়াত করেছি। সুশীল সমাজ, বিদেশি বন্ধু এবং কূটনীতিকদের আমরা দাওয়াত করেছি।”
পুরনো খবর
আন্দোলনের সন্তান এনসিপি, লক্ষ্য ভোটের রাজনীতি