দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা, মানবাধিকার পরিস্থিতি বিষয়ে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির একাধিক সদস্য।
Published : 02 Aug 2023, 04:56 PM
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানের লেকশোর হোটেলে বিকাল ৪টায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ায় হোটেলে প্রবেশে কড়াকড়ি রয়েছে।
বৈঠকে ফখরুলের সঙ্গে রয়েছেন বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আাসাদ, সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিথ আউয়াল ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল প্রমুখ।
বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা, মানবাধিকার পরিস্থিতি বিষয়ে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক হচ্ছে।