“পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশ জন্ম নিয়েছিল, সেই বৈষম্যের কারণে জুলাই ২৪ এ নতুন করে নবপ্রজন্ম ও দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে।”
Published : 03 Feb 2025, 03:30 PM
নতুন নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বলেছেন, ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দিনই স্বাধীনতার চেতনা ‘হারিয়ে গিয়েছিল’।
সোমবার নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহের সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যাওয়ার পাশাপাশি ডেভেলপমেন্ট পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও আনোয়ারুলের ভাষ্য।
আদালতের আদেশে রোববার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ফুলকপি প্রতীক দিয়ে নিবন্ধন দেয় ইসি। দলটির নিবন্ধন নম্বর ৫৪। সোমবার ইসি সচিবের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন নতুন দলের নেতারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান দাবি করেন, সব দলই বলে দেশের অপ্রাপ্তি বা স্বাধীনতার চেতনা যা ছিল সে বিষয়গুলো এখানে প্রস্ফুটিত হয়নি। কোনো রাজনৈতিক দল সেভাবে মানুষের আশার প্রতিফল ঘটাতে পারেনি।
“আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, আমরা বলব, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা সত্যিকার অর্থে এই ঘোষণার প্রেক্ষিতেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু পরবর্তী যে নাটকগুলো হয়েছিল; বিশেষ করে পাশ্ববর্তী একটা দেশের অনুমোদন নিতে গিয়ে ৬ ডিসেম্বর আমরা বলব স্বাধীনতার চেতনা ওই দিন হারিয়ে গিয়েছিল। ৬ ডিসেম্বর পার্শ্বর্তী দেশ আমাদের অনুমোদন দিয়েছিল।”
৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারত।
“সেই ঘোষণাপত্রের যে বিষয়গুলো ছিল, মানুষের অতৃপ্তির এবং তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে যে বিদ্র্রোহ; পাশাপাশি প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রে এ ৫৪ বছরে বাংলাদেশে তার প্রতিফলন হয়নি।
“পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশ জন্ম নিয়েছিল, সেই বৈষম্যের কারণে জুলাই ২৪ এ নতুন করে নবপ্রজন্ম ও দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে। দেশকে নতুন করে স্বাধীন করতে হয়েছে। সেই স্পিরিটি নিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলাম।”
নতুন দলের চেয়ারম্যান বলেন, ৩০০ আসন ‘টার্গেট করে’ তারা কাজ শুরু করেছেন এবং ইতোমধ্যে বেশ কিছু আসনে প্রার্থীও ঠিক করে ফেলেছেন।
আনোয়ারুল ইসলাম চান বলেন, “আমরা মনে করি, নতুন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণা করা, স্পিরিটকে ধারণ করা। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং চব্বিশের জুলাইয়ের বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক যে আবহ তৈরি হচ্ছে তার সঙ্গে সমন্বয় করে সামনে এগিয়ে যাওয়া।”
পুরনো খবর-